ঢাকা: চাঁপাইনবাবগঞ্জে সাতজনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শনিবার (২৯ মে) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন যে ১৩ জনের শরীরে করোনা ভাইরাসের ওই ধরনটি শনাক্ত হয়েছে তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সাতজন। তাদের কারও ভারত ভ্রমণের ইতিহাস নেই। তারা স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। এ জেলায় সংক্রমণের অবস্থা বিবেচনায় বলাই যায় জেলাটিতে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। বাকি ছয়জনের ভারত ভ্রমণের ইতিহাস আছে। এ পর্যন্ত দেশে সব মিলিয়ে ২৩ জনের শরীরে ওই ধরনটি পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মে ২৯, ২০২১
পিএস/আরবি