ঢাকা: গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন সারাবিশ্বের আরও ১০ হাজারেরও বেশি মানুষ।
এনিয়ে বিশ্বে করোনায় মারা গেলেন ৩৭ লাখ ১৬ হাজার ৬১৫ জন।
এদিকে, গত তিনদিন ধরে প্রতিদিন করোনায় দুই হাজারেরও বেশি মৃত্যু দেখছে ব্রাজিল। বৃহস্পতিবার দেশটির ৮৩ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে, এ সময়ে হঠাৎ বেড়ে ৫৬২ জনের করোনায় মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ।
আর্জেন্টিনা ও কলম্বিয়ায় বৃহস্পতিবারও ছিল ৫৫০ এর ওপর প্রাণহানি। লাতিন দেশগুলোয় দিনে ৩০ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয় করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়।
বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, জুন ৪, ২০২১
এসআই