রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছিল।
রোববার (৬ জুন) সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত ছয়জনের মধ্যে দু’জন করোনা পজিটিভ ছিলেন। তারা দু’জনই চাঁপাইনবাবগঞ্জের। এছাড়া চারজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের একজন, রাজশাহীর একজন, নাটোরের একজন ও চুয়াডাঙ্গার একজন রয়েছেন। নতুন রোগী ভর্তি হয়েছেন ২৩৫ জন।
রোববার সকাল ১১টা থেকে সাহেববাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন স্থানে পথচারীদের রেনডম করোনা টেস্টের (রেপিড টেস্ট) উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
রাজশাহী মহানগরের জিরোপয়েন্ট, তালাইমারি, হড়গ্রাম ও লক্ষ্মীপুরসহ মোট পাঁচটি পয়েন্টে রোববার পথচারীদের রেপিড টেস্ট করা হবে।
রাজশাহীতে উদ্বেগজনকভাবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কমিউনিটি ট্রান্সমিশন চিহ্নিত করতে এমন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুন ০৬, ২০২১
এসএস/আরবি