ঢাকা: চীনের সিনোফার্মার পাশাপাশি সিনোভ্যাকের কাছ থেকেও টিকা আনার উদ্যোগ নিয়েছে সরকার। শিগগিরই সিনোভ্যাকের সঙ্গে আলোচনা শুরু করা হবে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, চীনের সিনোভ্যাক টিকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে। বাংলাদেশও জরুরিভাবে ব্যবহারের অনুমতি দিয়েছে। আমরা সিনোভ্যাকের টিকা আনতে এ সপ্তাহেই তাদের সঙ্গে আলোচনা শুরু করবো।
তিনি আরো বলেন, আগামী ১৩ জুন চীনের ৬ লাখ টিকা আসবে বলে আমরা আশা করছি। টিকা আনতে রাশিয়ার সঙ্গেও আলোচনা চলছে বলে জানান মাসুদ বিন মোমেন।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জুন ১০, ২০২১
টিআর/আরএ