ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে করোনায় আইনজীবীসহ ৩ জনের মৃত্যু, আক্রান্ত ঊর্ধ্বমুখী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুন ২০, ২০২১
সিলেটে করোনায় আইনজীবীসহ ৩ জনের মৃত্যু, আক্রান্ত ঊর্ধ্বমুখী

সিলেট: সিলেটে করোনায় এক আইনজীবীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ১১১ জন।

আক্রান্তদের মধ্যে আরো চারজন আইনজীবীও রয়েছেন। তারা সুনামগঞ্জ বারের সদস্য বলে জানা গেছে।  

মারা যাওয়াদের মধ্যে রয়েছেন সিলেট জজ আদালতের সিনিয়র আইনজীবী ও বিভাগীয় স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনির উদ্দিন।

সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সৈয়দ নাফি মেহেদি বাংলানিউজকে বলেন, এক আইনজীবীসহ করোনায় হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো ৬৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ৩১ জনের করোনা পজিটিভ এবং ৩২ উপস্বর্গ নিয়ে চিকিৎসাধীন। আর হাসপাতালের আইসিইউ ১০ জন ভর্তি রয়েছেন। তন্মধ্যে ৫ জনের করোনা পজিটিভ। আক্রান্তদের মধ্যে আরো ৪ জন আইনজীবী চিকিৎসাধীন রয়েছেন।  

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে গত এক বছরের অধিককালে সিলেটে ৪৪৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের অধিকাংশই সিলেট জেলার ৩৬৬ জন, সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ১৮ এবং মৌলভীবাজারের ৩৩ জন।  

এছাড়া নতুন করে আক্রান্ত ১১১ জনের মধ্যে ৯০ জনই সিলেট জেলা ও মহানগর এলাকার। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত ২১ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগের অন্য ৩ জেলায় আক্রান্ত নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত এক বছরাধিককালে সিলেট বিভাগে ২৪ হাজার ২১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১৬ হাজার ১৭ জনই সিলেট জেলার, সুনামগঞ্জের ২ হাজার ৮৮৯ জন, হবিগঞ্জের ২ হাজার ৫৮২ জন এবং মৌলভীবাজারের ২ হাজার ৭২২ জন। পক্ষান্তরে বিভাগে সুস্থ হয়েছেন ২২হাজার ৬৬৪ জন। এরমধ্যে ১৫ হাজার ৩২১ জন সিলেটে, ২ হাজার ৭৮৯ জন সুনামগঞ্জে, ২ হাজার ৯০ জন হবিগঞ্জে এবং ২হাজার ৪৬৪ জন মৌলভীবাজারের বাসিন্দা।

সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৩৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২৫, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৬ জন।  

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জুন ২০, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।