সিলেট: সিলেটে করোনা ভাইরাসে মৃত্যু যেন থামছে না। প্রতিনিয়ত আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে।
সোমবার (২১ জুন) সকাল ১১টার দিকে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ষাটোর্ধ্ব আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৭৭ জন। এ নিয়ে বছরাধিককালে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৭৭ জনের মধ্যে ৩৮ জনই সিলেট জেলার, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১৬ জন এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জনের করোনা সনাক্ত হয়। আর মারা যাওয়া দুই জনই সিলেট জেলার বাসিন্দা।
গত বছরের মার্চ থেকে এ বছরের ২১ জুন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মারা যাওয়া ৪৪৯ জনের মধ্যে ৩৬৯ জনই সিলেট জেলার, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩৩ জন রয়েছেন।
নতুন এই ৭৭ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯২ জন। এরমধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ০৭৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৯০ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৮৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৪২ জন।
গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯ জন। বছরাধিককালে সুস্থ হয়েছেন ২২ হাজার ৭৫৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫ হাজার ৩৬৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯০ জন, হবিগঞ্জে ২ হাজার ৯০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৫০৫ জন। এখনো সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২৩ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২ জন, মৌলভীবাজারে ৬ জন।
এদিকে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সৈয়দ ডা. নাফি মাহদি বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘন্টায় ২জন এবং সোমবার সকাল ১১ টার দিকে আরো একজনসহ হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন রোগি। যারমধ্যে ২৭ জনের করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ৩৬ জন এবং আইসিইউতে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুন ২১, ২০২১
এনইউ/এএটি