ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে করোনা আক্রান্তের হার ১৪ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ২১, ২০২১
খাগড়াছড়িতে করোনা আক্রান্তের হার ১৪ শতাংশ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হার ১৪ শতাংশ। সবশেষ ২৮ জন করোনা পরীক্ষা করালে ৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।

সোমবার (২১ জুন) খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করেন।

চলতি মাসে জেলায় মোট ৭শ’ ৬৭ জন করোনা পরীক্ষা করেছেন। এর মধ্যে ৮১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ১০ দশমিক ৬ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ১০৪ জন করোনা পরীক্ষা করেছেন। এর মধ্যে ৯৮৯ জনের শরীরে করোনা ধরা পড়ে। যার সংক্রমণের হার ১৩ দশমিক ৯২ শতাংশ।

বর্তমানে ১৯ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ৯ জন করোনা আক্রান্ত এবং ১০ জনের শরীরে উপসর্গ রয়েছে।

সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, যদি কারও জ্বর, কাশি থাকে তাহলে অবশ্যই করোনা পরীক্ষা করানো উচিত। তিনি মাস্ক পরিধানের পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে অনুরোধ জানান।

বাংলাদেষ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ২১, ২০২১
এডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।