ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়ার মাধ্যমে আবারো শুরু হয়েছে করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকাদান কার্যক্রম।
সোমবার (২১ জুন) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে করোনা ভাইরাসের প্রথম ডোজের টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এসময় উপাচার্য জানান, যারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেও এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিতে পারেননি তারাই এই টিকা নিতে পারবেন। আগামী সপ্তাহ থেকে নিয়মিতভাবে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কার্যক্রম চলবে।
উপাচার্য বলেন, ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি করোনা প্রতিরোধে অবশ্যই পরিস্কার-পরিচ্ছন্ন মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ও প্রয়োজন মতো হাত ধুতে হবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন।
উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মো. নাজমুল করিম মানিক, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. খোরশেদ আলম প্রমুখ।
জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সোমবার (২১ জুন) দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১১৫ জন। এ নিয়ে ২১ জুন পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৬ হাজার ৯৯৬ জন। পাশাপাশি সোমবার ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮৪ জন।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুন ২১, ২০২১
পিএস/কেএআর