সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আটজন করোনার উপসর্গ নিয়ে ও একজন করোনা আক্রান্ত ছিলেন।
একই সময়ে জেলায় নতুন করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তিন হাজার দু’জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৮২ জন।
সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বাংলানিউজকে জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছয়জন ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন এক জনকে খুলনায় পাঠানোর পর সেখানে মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুন ২২, ২০২১
এসআরএস