বাগেরহাট: বাগেরহাটে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে ৩ জন।
বুধবার (২৩ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১৩৬ জনের নমুনা পরিক্ষায় ৬০ শনাক্তের হিসেবে শতকরা হার দাঁড়িয়েছে ৪৪. ১১ শতাশে। বাগেরহাট সদর উপজেলায় ২৫টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৬৩.৩৩ শতাংশ থেকে বেড়ে ৮৪ শতাংশে দাঁড়িয়েছে। কচুয়ায় ৫টি নমুনা পরিক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৬০ শতাংশ। রামপালে ১৩টি নমুনা পরিক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রামপালে সংক্রমণ হার ৫৩.৮৪ শতাংশ। মোরেলগঞ্জে ২১টি নমুনা পরিক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মোরেলগঞ্জে সংক্রমণ হার ৪২.৮৫ শতাংশ। ফকিরহাটে ১ জনের নমুনা পরিক্ষায় ১ জন আক্রান্ত হয়েছে। ফকিরহাটে সংক্রমণের হার ১০০ শতাংশ। শরণখোলা উপজেলায় ১ জনের নমুনা পরিক্ষায় ১ জন আক্রান্ত হয়েছে। শরণখোলায় সংক্রমণের হার ১০০ শতাংশ।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে মোংলা, রামপাল ও মোড়েলগঞ্জ উপজলায় একজন করে মারা গেছেন। আমরা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করেছি, যাতে নিরব সংক্রমণ বন্ধ হয়। এছাড়াও ঝুঁকিপূর্ণ উপজেলা মোংলা, রামপাল ও মোড়েলগঞ্জের উপর স্বাস্থ্য বিভাগ বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ২৩, ২০২১
কেএআর