সিলেট: সিলেটে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।
মৃত পাঁচ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় তিনজন, সুনামগঞ্জে একজন ও মৌলভীবাজারে একজন। আর নতুন করে আক্রান্ত ৯৯ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৫৯ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬ জন, সুনামগঞ্জের নয়জন, হবিগঞ্জে আটজন ও মৌলভীবাজারের সাত জন।
রোববার (২৭ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ পর্যন্ত সিলেট বিভাগে মোট মৃত্যু হয়েছে ৪৬৭ জনের। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩৮১ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারে ৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছেন ২৫ হাজার ২৮ জনের। আর সুস্থ হয়েছেন ২৩ হাজার ২৭৩ জন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় রয়েছেন ১৬ হাজার ৫৬৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৪৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৬৪১ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৮৭৮ জন।
সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
রোববার (২৭ জুন) পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩২৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩১১ জন, সুনামগঞ্জে ছয়জন, হবিগঞ্জে দুইজন, মৌলভীবাজারে ১০ জন।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুন ২৭, ২০২১
এনইউ/আরআইএস