যশোর: করোনা ভাইরাসের ভয়াবহ রূপটা দেখছে যশোর। করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে সীমান্তবর্তী এ জেলাটিতে।
শুক্রবার (২ জুলাই) দুপুরে যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যবিপ্রবিতে ৭০৮টি নমুনা পরীক্ষা করে ২১৭ জন করোনা পজিটিভ হয়েছেন। ১৯০ জনের অ্যান্টিজেন পরীক্ষায় করোনা ধারা পড়েছে ৫৯ জনের। পাঁচজনের জিন অ্যাক্সপার্ট পরীক্ষায় চারজন করোনা শনাক্ত হয়েছেন। এ নিয়ে যশোরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৮৭ জনে। গত ২৪ ঘণ্টায় যশোর সদরে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৭ জন। এছাড়া কেশবপুরে ২০ জন, ঝিকরগাছায় ৩০ জন, অভয়নগরে ১৯ জন, মনিরামপুরে তিনজন, বাঘারপাড়ায় ছয়জন, শার্শায় ২০ জন ও চৌগাছায় পাঁচজন।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
ইউজি/আরবি