ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৯৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুলাই ৪, ২০২১
বগুড়ায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৯৪

বগুড়া: বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯৪ জন, সুস্থ হয়েছেন ৮১ জন।

রোববার (০৪ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

বাংলানিউজকে তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘন্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে, এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ২০ নমুনায় ১২ জনের, এন্টিজেন পরীক্ষায় ২৩৬ নমুনায় ৪৮ জনের এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৬২টি নমুনার মধ্যে ৪১ জনসহ মোট ১৯৪ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৭৯ জনে দাঁড়ালো।

আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৯২০ জন। এছাড়া নতুন পাঁচ জনসহ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২১ জনে। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৩৮ জন।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।