মৌলভীবাজার: ডেল্টা ভ্যারিয়েন্ট করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ হার মৌলভীবাজারে দ্রুত বাড়ছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন নতুন নতুন মানুষ।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ১৪২টি নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৩ শতাংশ। গত রোববার (৪ জুলাই) এই শনাক্তের হার ছিলো ৪৭ দশমিক ৭ শতাংশ, সেই তুলনায় আজকে শনাক্তের হার বেড়েছে।
সোমবার (৫ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরোও একজন। তিনি কুলাউড়া উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত জেলায় মোট ৩১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত ৬১ জনের মধ্যে রাজনগরের ৪ জন, কুলাউড়ার ১৭ জন, বড়লেখার ৪ জন, কমলগঞ্জের ১ জন, শ্রীমঙ্গলের ৬ জন, জুড়ীর ৬ জন এবং মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ২৩ জন। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার সদর উপজেলায় আক্রান্তের সংখ্যা শূন্য।
মোট মারা গেছেন ৩৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৭৩২ জন বলে জানান তিনি।
করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধি-নিষেধ (লকডাউন) শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২১
বিবিবি/এএটি