সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪১৯ জন।
একই সময়ে ২৮৬ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৭০ শতাংশ।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
আরএ