বগুড়া: বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং দুই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৩ জনের। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৫৬ জনের এবং সুস্থ হয়েছে ১৪৭ জন।
শনিবার (১৭ জুলাই) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হওয়া ব্যক্তিরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার নুরুল ইসলাম (৭৫), আসমা শিরীন (৬৪), আদমদিঘী উপজেলার রাবেয়া (৬০), জহুরুল ইসলাম (৬৫) এবং শিবগঞ্জ উপজেলার মিঠুন (১৬)।
অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৪৬টি নমুনার মধ্যে ২০ জনসহ মোট ১৫৬ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৮৮২ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১৫ জন। এছাড়া নতুন পাঁচ জনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ৬৬ জন।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
কেএআর