ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় সিরাজগঞ্জে ৩ নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
করোনায় সিরাজগঞ্জে ৩ নারীর মৃত্যু

সিরাজগঞ্জ: গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে করোনা আক্রান্ত হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬২ জন।

এ নিয়ে জেলাটিতে করোনায় মৃতের সংখ্যা ৪৫ ও আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৫৩ জনে দাঁড়ালো।  

শনিবার (১৭ জুলাই) সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

করোনায় মৃতরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার কালিবাড়ী মহল্লার জান্নাতুল ফেরদৌস (৩২), উল্লাপাড়া উপজেলার দহকোলা গ্রামের মোছা. জোসনা (৪৫) ও বেলকুচি উপজেলার চালা এলাকার হাওয়া খাতুন (৫১)।  

বিজ্ঞপ্তিতে সিভিল সার্জন ডা. রামপদ রায় উল্লেখ করেন, শুক্রবার (১৬ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।  

অপরদিকে, ২৪ ঘণ্টায় ২০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ৬২ জন। পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ২৯ দশমিক ৯৫ ভাগ। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৫৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার জন।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।