ঢাকা: দরজায় কড়া নাড়ছে আসন্ন ঈদুল আজহা। ফলে জমে উঠেছে কোরবানির পশুর হাট।
রোববার (১৮ জুলাই) ভার্চ্যুয়াল বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ অনুরোধ জানান।
মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য ক্রেতা-বিক্রেতা প্রত্যেককেই সঠিক নিয়মে নাক-মুখ ঢেকে মাস্ক পরতে হবে। ক্রেতাদের হাটে প্রবেশ করার আগে এবং বের হওয়ার সময় ও বিক্রেতাদের হাটে অবস্থান করার সময় প্রয়োজন অনুযায়ী সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। আর ক্রেতারা তিন ফুট দূরত্ব বজায় রাখবেন।
তিনি বলেন, শিশু, বৃদ্ধ ও অসুস্থ বিশেষ করে যারা অন্য রোগে আক্রান্ত পশুর হাটে যাওয়া থেকে আমরা তাদের নিরুৎসাহিত করতে চাই। যারা টিকা নেননি তাদেরও নিরুৎসাহিত করতে চাই।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এমআইএস/এএ