যশোর: যশোরে গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন এবং উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে বৃহস্পতিবার ভর্তি রয়েছেন ৯৮ জন এবং ইয়েলো জোনে ৩৩। গত ২৪ ঘণ্টায় রেডজোনে ভর্তি হন ৫ এবং ইয়েলো জোনে ২১ জন।
এদিকে, যশোর সিভিল সার্জনের মুখপাত্র ডা. রেহেনেওয়াজ রনি বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার, খুলনা মেডিক্যাল কলেজসহ তিনটি প্রতিষ্ঠানে ৬১৯ নমুনা পরীক্ষায় ১৫৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ২৫ দশমিক ৩৬ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ২২, ২০২১
ইউজি/কেএআর