কুমিল্লা: করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২০৯ জন।
শুক্রবার (২৩ জুলাই) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতদের মধ্যে চান্দিনায় তিনজন, সদর দক্ষিণে দুইজন, ব্রাহ্মণপাড়ায় একজন, মনোহরগঞ্জ একজন, তিতাসে একজন, দেবিদ্বারে একজন ও লাকসামে একজন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২২ জুলাই বিকেল থেকে ২৩ জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ৪৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২০৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ২৬ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আর্দশ সদরে ১৩, সদর দক্ষিণে ২, বুড়িচংয়ে ৫, ব্রাহ্মণপাড়ায় ১, চান্দিনায় ৩৯, চৌদ্দগ্রামে ৩, দেবিদ্বারে ৫, লাকসামে ১, নাঙ্গলকোটে ১৩, বরুড়ায় ১৬, দাউদকান্দিতে ৩২, লালমাইয়ে ১৩, হোমনায় ১৭, মুরাদনগরের ৫, মনোহরগঞ্জ ১৪, তিতাস ১ ও মেঘনায় ৩ জন শনাক্ত হয়েছেন।
কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যদি এ মুহূর্তেও মানুষের মধ্যে সচেতনতা না বাড়ে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
জেলায় এখন পর্যন্ত ২২ হাজার ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪১জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৯ জন। এ নিয়ে জেলায় সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৯১৫ জন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এসএইচডি/এমআরএ