খুলনা: গত ২৪ ঘণ্টায় খুলনার চারটি করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ১১ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঁচজন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন রয়েছেন।
এর আগে সোমবার (২৬ জুলাই) খুলনার হাসপাতালগুলোতে ১৮ জনের মৃত্যু হয়। শুক্রবার (০৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিল এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বাংলানিউজকে জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন ও উপসর্গে দু’জনসহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার হরিণটানা এলাকার মরিয়ম (২১), মিয়াপাড়া এলাকার এমডি শরীফ (৭০) ও দিঘলিয়ার পশুপতি দে (৬৪)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নগরীর লবনচরা এলাকার কাকলী (৪০), ডুমুরিয়ার মরিয়ম (৭০) ও বাগেরহাট মোড়েলগঞ্জের আব্দুর রশিদ হাওলাদার (৮৫) নামে তিন রোগী মারা গেছেন।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মালিক ডা. গাজী মিজানুর রহমান বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন নগরীর ৭১ সাউথ খালিশপুরের হালদারপাড়ার আয়েশা হোসেন (৭১) ও যশোর অভয়নগরের সুন্দলীর হরিশপুর এলাকার তন্বী সরকার (১৮) নামে দুই রোগী মারা গেছেন।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ফোকালপার্সন ডা. প্রকাশ দেবনাথ বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নগরীর নূরনগর এলাকার রওশন আরা বেগম (৭৮) নামে এক রোগী মারা গেছেন।
সিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এমআরএম/এসআরএস