ঢাকা: একসঙ্গে করোনাভাইরাসের তিন ডোজ টিকা নেওয়া সৌদি প্রবাসী ওমর ফারুক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পর্যবেক্ষণে রয়েছেন। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।
একসঙ্গে তিন ডোজ টিকা নেওয়ার এই খবর মিথ্যা ও গুজব বলে দাবি করেছেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৭ জুলাই) রাতে টেলিফোনে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
বিএসএমএমইউ উপাচার্য বাংলানিউজকে বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। আমি সংশ্লিষ্টদের ডেকেছিলাম। এক ব্যক্তি তিন ডোজ টিকা নিতে পারেন না। এটা সম্ভব না। কারণ নিবন্ধন দেখেই টিকা দেওয়া হয়। এমন ঘটনা ভুল খবর। ওই ব্যক্তিকে নিয়ে আসার জন্য বলেছি। তিন ডোজ টিকা নেওয়া ব্যক্তিকে খুঁজে বের করা হবে। লোকটি পাগল হতে পারে। তাকে খুঁজে বের করা হবে। সুস্থ মানুষের পক্ষে এমন ঘটনা ঘটানো সম্ভব না।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এমআইএস/এমজেএফ