ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বাগেরহাটে করোনায় ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
বাগেরহাটে করোনায় ৩ জনের মৃত্যু

বাগেরহাট: করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার ২৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮৯ জনের পজিটিভ শনাক্ত করা হয়েছে।

 

এ নিয়ে জেলায় করোনা মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২৫ জনে। জেলায় মোট আক্রান্ত ৫ হাজার ৯৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৫১ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ৫২৩ জন।  

রোববার (০১ আগস্ট) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য জানান।  

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদরে ২৪, মোল্লাহাটে ২২, শরণখোলায় ১৫, মোংলায় ১০, ফকিরহাটে ৮, মোরেলগঞ্জে ৬, চিতলমারীতে ৩ ও কচুয়া উপজেলার ১ জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৭৬ শতাংশ।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।