ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রংপুর বিভাগে একদিনে ১৮ জনের মৃত্যু, এক মাসে মৃত্যু ৪১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
রংপুর বিভাগে একদিনে ১৮ জনের মৃত্যু, এক মাসে মৃত্যু ৪১৭

রংপুর: করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় উত্তরের রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৬৭৯ জন।

সুস্থ হয়েছেন ৬৭৮ জন।

নতুন ১৮ জনসহ গত এক মাসে করোনায় রংপুর বিভাগে মারা গেছেন ৪১৭ জন এবং শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৮৭২ জন।

রোববার (০১ আগস্ট) রংপুর বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে এ তথ্য জানা যায়।

মৃত ১৮ জনের মধ্যে রংপুরের ছয়, ঠাকুরগাঁওয়ের ছয়, দিনাজপুরের দুইসহ নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার একজন করে রয়েছেন।  

নতুন করে মারা যাওয়া ১৮ জনসহ বিভাগটিতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৩৬ জনে। এর মধ্যে দিনাজপুরে ২৭০, রংপুরে ২০৬, ঠাকুরগাঁওয়ে ১৮২, নীলফামারীতে ৬৭, পঞ্চগড়ে ৫৮, লালমনিরহাটে ৫৫, কুড়িগ্রামে ৫৪ ও গাইবান্ধা জেলার ৪৪ জন রয়েছেন।  

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৮৫২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুরের ১২ হাজার ৭১৩ জন, রংপুরের ৯ হাজার ৯৬১ জন, ঠাকুরগাঁওয়ের ৬ হাজার ১৩৯ জন, গাইবান্ধার ৩ হাজার ৮৫১ জন, নীলফামারীর ৩ হাজার ৬১৭ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৫৬২ জন, লালমনিরহাটের ২ হাজার ২৫৩ জন ও পঞ্চগড় জেলার ২ হাজার ৭৫৬ জন রয়েছেন।

রংপুরের জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বাংলানিউজকে জানান, গত জুলাই মাসে শুধু রংপুর মহানগর ও আট উপজেলাতে করোনা সংক্রমিত ৩ হাজার ৯৮০ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৮৭ জনের। এদের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন। তবে আগের তুলনায় এখন তরুণদের মধ্যে সংক্রমণ বেড়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।