ভোলা: ভোলায় ৯৫টি কেন্দ্রে করোনা টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্যবিভাগ। এর মধ্যে ৬৮ ইউনিয়ন এবং তিনটি পৌরসভায় ৪৬ হাজার ডোজ গণটিকা দেওয়া হবে।
শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিটি বুথে ২০০ জন করে দেওয়া করা হবে মডার্নার প্রথম ডোজ টিকা।
শুক্রবার (৬ আগস্ট) সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ভোলার সিভিল সার্জেন ডা. কে এম শফিকুজ্জামান।
তিনি জানান, টিকাদান কেন্দ্রে বয়োজ্যেষ্ঠ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কোভিড-১৯ টিকা কার্যক্রম বিষয়ে ভোলা সিভিল কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের করে জেলা স্বাস্থ্যবিভাগ।
স্বাস্থ্যবিভাগ জানায়, জেলার ৬৮ ইউনিয়নে টিকাদান কেন্দ্র হবে। প্রত্যেকটি টিকাদান কেন্দ্র তিনটি বুথ থাকবে। প্রতিটি বুথে একদিনে ২০০ টিকা দেওয়া হবে। প্রত্যেক ইউনিয়নে তিনটি বুথে ৬০০ জনকে টিকা দেওয়া হবে।
এছাড়াও ভোলা, লালমোহন ও চরফ্যাশন পৌরসভায়ও টিকা কার্যক্রম পরিচালনা করা হবে। এ সময় টিকাদান কর্মসূচিসহ (ইপিআই) অন্যান্য স্বাস্থ্যসেবা কার্যক্রমও চলমান থাকবে।
শনিবার থেকে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। প্রতিটি কেন্দ্রে দু’জন টিকাদানকারী (স্বাস্থ্যকর্মী) ও তিনজন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। ১৮ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া হবে। টিকা নিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে সচল ফোন সঙ্গে করে আনতে হবে। ক্যাম্পেইন চলাকালে ভোলা সদর হাসপাতাল কেন্দ্রে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
এসআরএস