ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘বৈশ্বিক মহামারিতে হেপাটাইটিস-বি ভাইরাসকে অবহেলা করা যাবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
‘বৈশ্বিক মহামারিতে হেপাটাইটিস-বি ভাইরাসকে অবহেলা করা যাবে না’ ...

ঢাকা: করোনার মধ্যে হেপাটাইটিস সম্পর্কে সতর্ক হতে হবে। করোনার এ বৈশ্বিক মহামারিতে কোনোভাবেই হেপাটাইটিস-বি ভাইরাসকে অবহেলা করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।

রোববার (৮ আগস্ট) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক আয়োজিত ‘হেপাটাইটিস রোগের সতর্কতা’  শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দূষিত খাবার, দূষিত পানি এবং মাদকদ্রব্য বর্জনের কঠিন শপথ নিতে হবে। হোটেল ও রেস্টুরেন্টের ব্যবহৃত গ্লাস-কাপের অবাধ ব্যবহার হেপাটাইটিস বি এর জন্য অত্যন্ত বিপজ্জনক।

তিনি আরও বলেন, হাসপাতাল ব্যবস্থাপনায় চিকিৎসকদের অনেক সতর্ক ও কর্তব্যনিষ্ঠ হতে হবে। যেন চিকিৎসা সামগ্রীর স্টেরিলাইজেশন নিশ্চিত করা হয়। বিশ্বব্যাপি প্রায় ৩৩ কোটি মানুষ হেপাটাইটিস রোগে আক্রান্ত। যা মানবজাতির জন্য অশনি সংকেত।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আলেয়া বেগম বাংলানিউজকে বলেন, অসর্তকতার কারণে হেপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। হোস্টেল ও মেসে সতর্কভাবে থাকতে হবে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির চিফ মেডিক্যাল অফিসার ড. শেখ মঈনুল হোসেন বাংলানিউজকে বলেন, অবহেলা ও অসচেতনতার কারণে হেপাটাইটিস রোগ ছড়াচ্ছে। বিশেষ করে ডেন্টালে দাঁতের স্কেলিং ও ফিলিং থেকে এ ভাইরাস ছড়াচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এসএমএকে/জেডএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।