বগুড়া: করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার দুই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে তিন জনের।
সোমবার (৯ আগস্ট) বিকেলে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় মৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার সিকান্দার আলী (৬৫), মনোয়ার হোসেন (৮৫), তোজাম্মেল হক (৫০), শাজাহানপুর উপজেলার খোদেজা বেগম (৭০)। এছাড়া অন্য তিনজন অন্য জেলার বাসিন্দা। তারা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
অন্যদিকে, করোনা উপসর্গ নিয়ে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন তিন জনের মৃত্যু হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শমিজেক হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৩ জনের ফলাফল পজিটিভ আসে। এছাড়া অ্যান্টিজেন পরীক্ষায় ৯৭ জনের মধ্যে ২৩ জন, বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৫টি নমুনার মধ্যে ১০ জনসহ মোট ৯৬ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে বগুড়ায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৮০৫ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৪৮ জন। এছাড়া নতুন চার জনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ২৪৭ জন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
কেইউএ/এসআরএস