ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

নলছিটিতে মা ও শিশু কল্যাণকেন্দ্রের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
নলছিটিতে মা ও শিশু কল্যাণকেন্দ্রের উদ্বোধন

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণকেন্দ্রের উদ্বোধনের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।  

মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কেন্দ্রের উদ্বোধন করেন ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু।

দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সোহরাব হোসাইন বাবুল মৃধার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (অ.দা.) মো. শহিদুল ইসলাম, মেডিক্যাল অফিসার ডা. তানজিলা তাজিন, ঝালকাঠি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শৈলেন্দ্রনাথ মণ্ডল, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. জলিলুর রহমান আকন্দ, মো. কামাল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের মানুষ বিশেষ করে গর্ভবতী মায়েরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে আসছিল। জরুরি সময়ে তাদের স্বাস্থ্যসেবা নিতে উপজেলা, বরিশাল নগরীতে গিয়ে চিকিৎসা নিতো হতো। এই স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবা স্থানীয় মানুষের নাগালে পৌঁছবে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ও তত্ত্বাবধানে প্রায় ৪ কোটি ৭৭ টাকা ব্যয়ে কেন্দ্রের দুটি তিনতলা ভবন নির্মাণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।