ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আন্ডার গ্রাউন্ডের বুথে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা দেওয়ার কার্যক্রম চলে। প্রতিদিনই এ টিকা কেন্দ্রের বাইরে প্রবাসীসহ মানুষের উপচে পড়া ভিড় লেগেই থাকে।
তবে প্রতিদিনের তুলনায় বুধবার (১১ আগস্ট) এ কেন্দ্র থেকে টিকা নিয়েছেন তিন হাজার ১২৯ জন। অন্যদিনগুলোতে এ কেন্দ্রে আড়াই হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া হয়।
এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের নির্দেশনায় প্রতিদিনই টিকা বুথ পরিদর্শন এবং সবাইকে নিয়মমাফিক টিকা দেওয়ার জন্য দায়িত্বরত সবাইকে নির্দেশনা দেওয়া হয়।
তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী চলিত বছরের জানুয়ারি মাস থেকেই টিকা প্রয়োগ কার্যক্রম শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী অন্যদের পাশাপাশি গত একমাস ধরে প্রবাসীদের টিকা দেওয়া হচ্ছে। আগে থেকেই শুরু হয়েছে মার্ডানার প্রথম ডোজ। আজও সেটার চলমান ছিল। এছাড়া নিয়ম অনুযায়ী অন্য টিকার দ্বিতীয় ডোজও দেওয়া হচ্ছে।
আশরাফুল আলম আরও বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল তার ঐতিহ্য, সুনাম ধরে রাখতে বদ্ধপরিকর। করোনার এই দুর্যোগে চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমেও আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য ধন্যবাদ জানাই আমাদের সকল চিকিৎসক, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের যারা এই দুর্দিনেও মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন।
এসময় তিনি ভ্যাকসিন দিলেও মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এনটি