ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ময়মনসিংহে করোনায় ৭ মাসের শিশুসহ ১৬ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
ময়মনসিংহে করোনায় ৭ মাসের শিশুসহ ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৭ মাসের শিশুসহ ১৬ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে পাওয়া মমেক হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ১৬ জনের মধ্যে সাতজন করোনা আক্রান্ত হয়ে এবং নয়জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন সাতজন এবং উপসর্গ নিয়ে নয়জন।  

তিনি আরো জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪২৯ জন, আইসিইউতে ভর্তি আছেন ২২ জন।

বুধবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদনে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় র‌্যাপিড এন্টিজেন টেস্টে ১২১ জন ও আরটিপিসিআর টেস্টে ৩১২ জন মোট ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ময়মনসিংহ সদরে ১৮৭ জন, নান্দাইলে সাত, ঈশ্বরগঞ্জে পাঁচ, গৌরীপুরে ৪০, ফুলপুরে ১৯, তারাকান্দায় ১২, হালুয়াঘাটে ১০, ধোবাউড়ায় তিন, মুক্তাগাছায় ৩৯, ফুলবাড়ীয়ায় ১০, ত্রিশালে ৫০, ভালুকায় ৩৮ ও গফরগাঁওয়ে ১৩ জন শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৮৬৭৪ জন এবং সুস্থ হয়েছেন ১২৯৭২ জন। বাকি ৫৭০২ জন রোগী এখনও জেলার বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২১৩ জন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।