ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।
বুধবার (সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ফাইজারের দশ লাখ ডোজ টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে বুধবার বিকেল সাড়ে ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফাইজারের ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালান গ্রহণ করেছেন।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
আরকেআর/এমজেএফ