ফরিদপুর: ফরিদপুরে করোনায় গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় একজন এবং উপসর্গে এক জনের মৃত্যু হয়।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। মৃত দু’জনই ফরিদপুরের বাসিন্দা।
তিনি আরও জানান, এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৫০৪ জনের। একই সময়ে ২৩৭টি নমুনা পরীক্ষা করে ৫১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার ২১ দশমিক ৫১ শতাংশ। ফরিদপুরে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৮৪৪ জনে।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান জানান, হাসপাতালে আজ (শুক্রবার) সকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী ছিলেন ৮৬ জন। নতুন ভর্তি হয়েছেন ১১ জন।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১
জেডএ