ঢাকা: বুলগেরিয়া থেকে ২ লাখ ৭০ হাজার উপহারের টিকা ঢাকায় এসেছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
বুলগেরিয়া সরকারের উপহারের টিকা টার্কিশ এয়ারের একটি কার্গো ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা।
বুলগেরিয়া বেশ কয়েকটি দেশকে টিকা উপহার দিচ্ছে। এর মধ্যে বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রেজেনেকা টিকা উপহার দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
টিআর/এমজেএফ