ফরিদপুর: গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন।
একই সময়ে ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৩ দশমিক ২৫। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৩৪৩ জনে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।
এ সময় তিনি জানান, করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩ জনের মধ্যে ফরিদপুর সদর, মাদারীপুর সদর ও রাজবাড়ী সদর উপজেলার ১ জন করে ৩ জন বাসিন্দা।
জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ২২ জনের মধ্যে ভাঙ্গায় ৫, মধুখালীতে ১, সদরপুরে ২, চরভদ্রাসনে ১ এবং ফরিদপুর সদর উপজেলার ১২ জন রয়েছেন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বাংলানিউজকে বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৬২ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৩৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৯ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫১৮ জন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এসআরএস