ঢাকা: মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গণ টিকাদান কর্মসূচির আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসির) ৭৫টি ওয়ার্ডের প্রতিটি কেন্দ্রে ৩৫০ জন করোনা ভাইরাসের টিকা পাবেন।
সোমবার ২৭ (সেপ্টেম্বর) নগর ভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পরিচালিত হতে যাওয়া বিশেষ টিকা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ৭৫টি কেন্দ্রে গণটিকা দেওয়া হবে। এদিন প্রতিটি কেন্দ্রে ৩৫০ জন টিকা পাবেন।
আগামী ২৮ অক্টোবর টিকার ২য় ডোজ দেওয়া হবে। সবমিলিয়ে এই কার্যক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মোট ৫২ হাজার ৫০০ ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
আরকেআর/এমআরএ