রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৮টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে করোনা পজিটিভ রোগী ছিলেন দু’জন। এছাড়া করানো উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দু’জন রাজশাহীর ও দু’জন পাবনা জেলার রোগী ছিলেন। চলতি মাসে এ নিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৫ জনের মৃত্যু হলো।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৮৫ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা ২৪০টি।
আগের দিন সোমবার রাজশাহী জেলার মোট ৩৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহীতে সংক্রমণের হার ৪ দশমিক ৩৫ শতাংশ।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
এসএস/আরবি