ঢাকা: ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে, তাই আপাতত এই বয়সীদের টিকা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।
সিটি করপোরেশনের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
মঙ্গলবার (৫ অক্টোবর) সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা সংরক্ষণের সক্ষমতা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
টিকা সংরক্ষণের সক্ষমতা পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলারসহ অন্যান্য কর্মকর্তারা।
খুরশীদ আলম বলেন, ফাইজারের টিকা এবার ঢাকা ছাড়াও বড় বিভাগীয় শহর ও জেলা শহর এবং পৌরসভায় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশিক্ষণ ও প্রস্তুতি শেষ করে অচিরেই টিকা দেওয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ৮২ লাখ টিকা দেওয়া হয়েছে। বর্তমানে দৈনিক ৫ লাখ করে টিকা দেওয়া হচ্ছে। সে হিসেবে সপ্তাহে দেওয়া হচ্ছে ৩০ লাখ। এতে করে মাসে এক কোটি ২০ লাখ টিকা দেওয়া হচ্ছে। এভাবে টিকা দিলে দ্রুত লক্ষ্যমাত্রা অনুযায়ী সব মানুষকে টিকার আওতায় আনা সম্ভব।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম বলেন, যেসব জায়গায় ফাইজারের টিকা দেওয়া যাচ্ছে, সেখানেই আমরা এ টিকা দিচ্ছি। আল্ট্রা কোল্ড চেইনে ভ্যাকসিন সংরক্ষণ করার ন্যূনতম সক্ষমতা আমাদের রয়েছে। যেভাবে টিকা আসছে তাতে সংরক্ষণে আমাদের কোনো সমস্যা হবে না।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
আরকেআর/আরআইএস