ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

টঙ্গী হাসপাতালে ভর্তি ৩৭ ডেঙ্গুরোগী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
টঙ্গী হাসপাতালে ভর্তি ৩৭ ডেঙ্গুরোগী

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ৩৭ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন।

 

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মুকুল বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এনিয়ে বর্তমানে হাসপাতালে ৩৭ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রয়েছে ১৪ জন পুরুষ, ১৫ জন নারী এবং আট জন শিশু। গত তিন মাসে এ হাসপাতালে ৯৫৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ৯২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। কিছুদিন ধরে এ হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি অনেকটাই স্থিতিশীল রয়েছে।  

হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পারভেজ হোসেন বলেন, সারাদেশে ডেঙ্গুরোগী দেখা দিলে গত আগস্টে টঙ্গীর এ হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়। গাজীপুরে বিভিন্ন এলাকায় জলাশয়ে জমে থাকা পানিতে এ জীবাণুবহণকারী মশার বংশ বাড়ছে। এজন্য জলাশয়ের পানি নিষ্কাশন করা ছাড়াও ঝোঁপ-ঝাঁড় পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম জোরদার করা প্রয়োজন।  

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১ 
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।