ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

৬০ ঊর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
৬০ ঊর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে ৬০ ঊর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে করণীয় নির্ধারণী সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে ১৮ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আজ আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি ৬০ বছরের বেশি বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ পর্যন্ত ছয় কোটি লোককে সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে। চার কোটি লোক ডাবল ডোজ টিকা পেয়েছে। কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা কার্যক্রম নিয়ে যাওয়া হয়েছে।  

তিনি বলেন, ষাটোর্ধ্ব বা সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের আমরা বুস্টার ডোজ টিকা দেওয়ার চিন্তা-ভাবনা করছি। বুস্টার ডোজ নিয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তর বসে সিদ্ধান্ত নেবে। অনেক দেশ দিচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি যাতে আগামীতে আমরা বুস্টার ডোজ দিতে পারি।  

তিনি আরও বলেন, পৃথিবীর অনেক দেশ ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এরা দিচ্ছে। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যেও এ বুস্টার ডোজ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন পিসিআর টেস্ট ও র‌্যাপিট টেস্ট আরও জোরদার করতে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।