ঢাকা: করোনা প্রতিরোধে টিকা কার্যক্রম আরও গতিশীল করতে সরকার ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’ বাস্তবায়নের দিকে যেতে চাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন রোধে করণীয়’ শীর্ষক সভা শেষে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সবাই একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। সেটা হলো—আগে যে ‘নো মাস্ক নো সার্ভিস’ ছিল, এখন আমরা বলতে চাচ্ছি ‘নো ভ্যাকসিন নো সার্ভিস। ’ এটা আমাদের পরামর্শ। যদি এটা বাস্তবায়ন করতে পারি তাহলে টিকা কার্যক্রম আরও গতিশীল হবে।
তিনি বলেন, ‘নো ভ্যাকসিন নো সার্ভিস’ স্লোগানটি চিঠি দিয়ে সব মন্ত্রণালয়কে জানিয়ে দেওয়া হবে। বেসরকারি পর্যায়েও জানানো হবে।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে ছয় কোটি সিঙ্গেল ডোজ ও চার কোটি ডাবল ডোজ টিকা দেওয়া হয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরাসহ সব পর্যায়ে টিকা দেওয়া ব্যবস্থা করেছি। কমিউনিটি ক্লিনিক পর্যন্ত টিকা নিয়ে গেছি। ফাইজারের টিকাও আমরা বিভিন্ন উপজেলায় পাঠিয়েছি। তারপরও দেখা যাচ্ছে—অনেকে এখনও টিকা দেয়নি। অনেকের মধ্যে টিকা নিয়ে অনিহা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
জিসিজি/এনএসআর