ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও ৪৫ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে।
বুধবার (০১ ডিসেম্বর) রাত ৮টা ১০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এ টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুযায়ী বুধবার রাতে আরও ৪৫ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। এই টিকাগুলো বাংলাদেশ সরকার ও সেরামের সঙ্গে চুক্তির ক্রয় করা টিকা।
চুক্তির আওতায় এ পর্যন্ত সেরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশকে মোট এক কোটি ২৫ লাখ কোভিশিল্ড টিকা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২১
আরকেআর/এমএইচএম