দক্ষিণ আফ্রিকায় করোনাসহ বিভিন্ন রোগের চিকিৎসা সহায়ক প্রতিষ্ঠান ডিসকভারি হেল্থের চিফ এক্সিকিউটিভ অফিসার বিশেষজ্ঞ চিকিৎসক রায়ান নোয়াক জানিয়েছেন, করোনার ডেল্টা রূপের সংক্রমণে রোগীদের যে উপসর্গগুলো দেখা যায়, ওমিক্রনের ক্ষেত্রে তা একেবারেই আলাদা।
ডেল্টার ক্ষেত্রে যেমন বেশ জ্বর আসে।
আবার ওমিক্রনে আক্রান্ত সবার উপসর্গগুলোও এক ধরনের হয় না। নানা জনের ক্ষেত্রে উপসর্গগুলো বদলে যায়। কিন্তু ওমিক্রনের সব রোগীর ক্ষেত্রেই যে উপসর্গটি দেখা যায় তা হলো- গলা ভেঙে যাওয়া। গলায় খুব ব্যথা। আর নাক বন্ধ হয়ে যাওয়া।
প্রসঙ্গত, প্রথম ওমিক্রন সংক্রমণ দক্ষিণ আফ্রিকাতেই ঘটতে দেখা গেছে। সেখানে এ ভাইরাস ভয়াবহ রূপ নেয়।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
জেডএ