ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

শেবাচিমে চিকিৎসাধীন দগ্ধ রোগীরা সুস্থ হয়ে উঠছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২১
শেবাচিমে চিকিৎসাধীন দগ্ধ রোগীরা সুস্থ হয়ে উঠছেন

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের অস্থায়ী বার্ন ইউনিটে চিকিৎসাধীন এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধরা ধীরে ধীরে
সুস্থ হতে শুরু করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন রোববার (২৬ ডিসেম্বর)  ৪৬ জন চিকিৎসাধীন ছিল।

তার মধ্য থেকে ১১ জনকে এরই মধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে। সোমবার মোট ৩৫ জন চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে ১৬ জন ছাড়পত্র পাওয়ার যোগ্য। তবে তারা নিজেরা যতক্ষণ পর্যন্ত এখান থেকে স্ব ইচ্ছায় যেতে না চাইবেন ততক্ষণ তাদের ছাড়পত্র দেওয়া হবে না।

এছাড়া বাকি রোগীদের মধ্যে ৩ জন আইসিইউতে এবং ১৬ জন চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।

শেবাচিম কর্তৃপক্ষ আরও জানান, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে আসা চিকিৎসকরা তাদের দায়িত্ব পালন করেছেন। বাকি সব এখানকার চিকিৎকরাই করতে পারবেন।

আর হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানিয়েছেন এখন সরকারি সিদ্ধান্ত পেলেই ঢাকার চিকিৎসকরা বরিশাল ত্যাগ করবেন।

এদিকে শেবাচিমে ভর্তি রোগীরা চিকিৎসেবায় সন্তোষ প্রকাশ করে জানান, তারা এখন আগের চেয়ে অনেক সুস্থ বোধ করছেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭,২০২১
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।