ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে ১ম দিনে বুস্টার ডোজ নিলেন ১২০০ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
রাজশাহীতে ১ম দিনে বুস্টার ডোজ নিলেন ১২০০ জন

রাজশাহী: রাজশাহীতে করোনার বুস্টার ডোজ টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দুটি কেন্দ্রে মোট ১ হাজার ২০০ জনকে প্রথম দিন বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত টিকা দেওয়া হয়।

এ সময় দুটি কেন্দ্রেই টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ষাটোর্ধ্ব ব্যক্তিরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বুস্টার ডোজ গ্রহণ করেন। আজ বুস্টার ডোজ হিসেবে সবাইকে ফাইজারের টিকা দেওয়া হয়। দুটি কেন্দ্রে মোট ১ হাজার ২০০ জনকে প্রথম দিন বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে।

এর মধ্য দিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) এবং রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতাল কেন্দ্রে বুস্টার ডোজ টিকা দেওয়া হয়। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯০০ জনকে এবং বিভাগীয় পুলিশ হাসপাতালে ৩০০ জনকে এ বুস্টার ডোজ টিকা দেওয়া হয়।

ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে যাদের দ্বিতীয় ডোজ টিকার মেয়াদ ছয় মাস অতিক্রম করেছে তাদেরই বুস্টার ডোজ দেওয়া হয়েছে। প্রথম দিন রাজশাহী সিটি করপোরেশন এলাকার রেজিস্ট্রেশনকৃতরা বুস্টার ডোজের এসএমএস দেখিয়ে নিজ নিজ কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করেন। এজন্য সবাইকে আগের টিকা রেজিস্ট্রেশন কার্ডটি প্রিন্ট দিয়ে কেন্দ্রে নিয়ে যেতে হয়।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম বাংলানিউজকে জানান, দেশে করোনার টিকা কার্যক্রম শুরু পর প্রথমদিকেই যারা টিকা নিয়েছিলেন এমন ষাটোর্ধ্ব ব্যক্তিরা প্রথমে বুস্টার ডোজ পাচ্ছেন। প্রথম দিন এক হাজার ২০০ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। বুস্টার ডোজ প্রয়োগের শুরুতেই বয়সটাকেই বিবেচনা করা হচ্ছে। কারণ করোনায় মৃতের মধ্যে অধিকাংশেরই বয়স ষাটোর্ধ ছিল। এরপর ফ্রন্টলাইনাররা বুস্টার ডোজ পাবেন।  

তিনি জানান, করোনার বুস্টার ডোজের পাশাপাশি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ফাইজারের ১ম ও ২য় ডোজ এবং অ্যাস্ট্রাজেনেকা ২য় ডোজ টিকা কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।