ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে বুস্টার ডোজ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৫, জানুয়ারি ১, ২০২২
খাগড়াছড়িতে বুস্টার ডোজ শুরু

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে করোনার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) সকাল থেকে খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিস কেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়।

প্রথম দিন ১০০ জনকে টিকা দেওয়ার টার্গেট রয়েছে। পর্যায়ক্রমে কেন্দ্র বাড়ানো হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে বিভাগটির তথ্য অনুযায়ী জেলা সদর, মাটিরাঙ্গা, রামগড় এবং পানছড়িতে ১২ থেকে ১৭ বছর বয়সীদের প্রায় ১৮ হাজার টিকা দেওয়া হয়েছে। অন্য উপজেলাগুলোতেও টিকাদান প্রক্রিয়াধীন।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ জানান, প্রথম দিন একটি কেন্দ্র দিয়ে আমরা বুস্টার ডোজ দেওয়া শুরু করেছি। পর্যায়ক্রমে এসএমএসের মাধ্যমে বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি জানানো হবে।

এদিকে জেলার মোট জনসংখ্যার ৫০ ভাগ প্রথম ডোজ এবং ৪০ ভাগ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।