ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে করোনা সংক্রমণ ৫০ শতাংশ ছুঁইছুঁই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
রাজশাহীতে করোনা সংক্রমণ ৫০ শতাংশ ছুঁইছুঁই

রাজশাহী: রাজশাহীতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা বিভাগটি এরমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রেড জোনে রয়েছে।

কিন্তু এরপরও বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। আর যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় বেড়ে চলেছে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনের নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার এখন ৫০ শতাংশ ছুঁইছুঁই করছে।

সবশেষ শনিবার (২২ জানুয়ারি) নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ১৯ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বয়স ৫০ বছরের মধ্যে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পর ওই ব্যক্তির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওই রোগী মারা যান। তার মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দিয়েছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ১০৪ শয্যার বিপরীতে রোববার সকাল ৯টা পর্যন্ত ৪২ জন রোগী ভর্তি ছিলেন। এরমধ্যে আক্রান্ত রোগী রয়েছেন ৩০ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। আর করোনা ধরা পড়েনি এমন রোগী রয়েছেন দুইজন। এছাড়া মোট ৪২ জন রোগীর মধ্যে রাজশাহী জেলার ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর তিনজন, নাটোরের একজন, পাবনার পাঁচজন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার একজন এবং জয়পুরহাট জেলার একজন রোগী রয়েছেন।

এদিকে, শনিবার রামেক হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর   রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে করোনা ধরা পড়ে ৮৮ জনের শরীরে। সবমিলিয়ে এদিন নমুনা পরীক্ষার বিপরীতে রাজশাহীতে রেকর্ড করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ১৯ শতাংশে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার (রোগ নিয়ন্ত্রণ) বাংলানিউজকে বলেন, করোনা সংক্রমণ ক্রমাগত হারে বাড়ছে। মহামারি শুরুর পর শনাক্তের হারে রাজশাহী আবারও উচ্চ ঝুঁকিতে রয়েছে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ছাড়া কোনোভাবেই বাইরে বের হওয়া যাবে না। যতদূর সম্ভব জনবহুল এলাকা ও মানুষের ভিড় এড়িয়ে চলতে হবে। প্রতিষ্ঠান বা বাড়ির মধ্যে কারো উপসর্গ দেখা দিলে দ্রুত নমুনা পরীক্ষা করাতে হবে।

বাংলাদেশ সময় : ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এসএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।