ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

স্বাস্থ্য

বান্দরবানে নতুন আক্রান্ত ৭৪ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
বান্দরবানে নতুন আক্রান্ত ৭৪ জন

বান্দরবান: বান্দরবানে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন।

সোমবার (২৪ জানুয়ারি) বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় বান্দরবানে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করে সদরে ৫৭ জন, রোয়াংছড়িতে পাঁচ, রুমায় এক, থানচিতে এক, লামায় আট এবং আলীকদমে দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২হাজার ৬শ’ ৬৩জন। আর করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১৪ জন মৃত্যুবরণ করেছেন।

ডা. অং সুই প্রু মারমা বলেন, জেলায় এই পর্যন্ত ২ হাজার ৬শ’ ৬৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে চিকিৎসা শেষে ২হাজার ৩শ’ ৬৩ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।