ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বান্দরবানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
বান্দরবানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল

বান্দরবান: বান্দরবানে গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ জন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৯ জন।

মঙ্গলবার (১ ফেব্রয়ারি) বান্দরবানের সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, ২৪ ঘণ্টায় বান্দরবানে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যার মধ্যে বান্দরবান সদরে ১৭ জন,রোয়াংছড়িতে ৬, থানচিতে ৩ এবং লামায় ২ জন রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত জেলায় ১৪ জন মৃত্যুবরণ করেছেন।

ডা. অং সুই প্রু মারমা বলেন, নতুন ২৮ জনসহ জেলায় এই পর্যন্ত ৩ হাজার ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে থেকে  চিকিৎসা শেষে ২ হাজার ৩শ’ ৭৩ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।