ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বাংলাবান্ধা বন্দরে ভারতফেরত ব্যক্তির করোনা শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
বাংলাবান্ধা বন্দরে ভারতফেরত ব্যক্তির করোনা শনাক্ত

পঞ্চগড়: পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরা গোলাম মোস্তফা (৩০) নামে এক বাংলাদেশি যুবকের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেশন) নজরুল ইসলাম।

এটি দেশের একমাত্র চতুর্দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্থলবন্দর।

এর আগে দুপুর ১টায় বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে এন্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। গোলাম মোস্তফা পঞ্চগড় সদরের কায়েতপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে।

ইমিগ্রেশনের ওসি নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত বুধবার ভারতে চিকিৎসার জন্য যান গোলাম মোস্তফা। আজ দেশে ফিরলে বাংলাবন্ধা বন্দরে এন্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। তাকে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে গোলাম মোস্তফাকে তার বাড়িতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।