ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পরিচালকের মেয়াদ বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, ফেব্রুয়ারি ২, ২০২২
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পরিচালকের মেয়াদ বাড়লো শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

ঢাকা: আবারও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

এক বছরের জন্য চুক্তিতে আবুল কালাম আজাদকে এই নিয়োগ দিয়ে বুধবার (২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগে চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ৩ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে তার এই নিয়োগ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অধ্যাপক ডা. আবুল কালাম চুক্তিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক পদে দায়িত্ব পালন করছিলেন। বুধবার তার এক বছর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।